ফুলের মতো তোমাকে ভালোবাসি,
কখনও ছিঁড়বো না,
মালা গাঁথবো না,
কখনও বাসি হতে দেবো না তোমায়।
ভালোবাসার যত্নে রেখে দেবো...
সূর্যের আলোয়
তুমি যতদিন থাকতে চাইবে ।
ঘাসের সূক্ষ্ম শিশির বিন্দুতে
যেভাবে চোখ রাখি,
সেইভাবে হারিয়ে যাবো তোমায় দেখতে দেখতে।
মাড়িয়ে যাবো না কোনোদিনও....।
তোমার উপস্থিতির সুগন্ধে
মুগ্ধ হবো সারাজীবন।
তোমার মিষ্টি হাসির স্বপ্ন দেখেই
চূর্ণ বিচূর্ণ করে দেবো দুঃখের
কালো পাথরটাকে।
কাগজ ফুলের প্রাচীর দিয়ে ঘিরে দেবো আমার চেহারাকে।
মেঘের আবরণে ঢাকা আকাশে
সারা বিকেল পরজন্মের জন্য রেখে যাবো।
ভালোবাসি বলেই
উড়তে দেবো খোলা আকাশে,
মুক্ত স্বাধীন,
পরাধীনতার কারাগারে
বন্দী করবো না তোমায়।
কখনও জোর করবো না ।
জীবনের শেষ সময়েও,
শুধু তোমার জন্য
আমার বেঁচে থাকার গল্প লিখবো,
আর খোলা চিঠি উড়িয়ে দেবো
সেই দুর মহাকাশে।