রাতের আঁধার অনেক দীর্ঘ
ভোরের পাখিরা মরছে অকালে,
আবারও সোনালী সূর্য উঠবে
একটা আগামী ভোরের সকালে।


বৃষ্টি নামবে সবুজ পাতার উপর
অনায়াসে সব ধুলো ধুয়ে যাবে,
রঙিন ফুলেরা পাপড়ি মিলবে হেসে
আর কলসপত্রী কীট ধরে ধরে খাবে।


আকাশ জুড়ে শুধু রামধনু উঠবে
সাদা বকের দল সীমানা মানবে না,
জল ফড়িং উড়বে সবুজের কোলে
এ প্রকৃতির কোনো কান্না থাকবে না।


একটা হাওয়ায় উবে যাবে সব
এই কালো রাতের শিশির কণা,
আমার পৃথিবী  সবুজে ভরবে
হেরে যাবে বিষাক্ত সাপের ফণা।