একটা গল্প লিখতে লিখতে
আয়ুটাই ফুরিয়ে যায়।
শেষ পৃষ্ঠা অসম্পূর্ণ থাকে...... ।।
আবার নতুন লেখকের কল্পনা,
একটার পর একটা নতুন অধ্যায় ,
ইতিহাসের যাত্রাপথ
জীবাশ্মের শরীরে খোদাই করা থাকে ।
কালো পাথরের অমসৃণ তলে
চেনা মুখের সন্ধান করে সবাই।
দগ্ধ চামড়ায় আগ্নেয়গিরির ছাই
আবরণ তৈরি করে।
কলরব কোলাহলে
যুগের পর যুগের অবসান ঘটে।
মৃত্যুর সুগন্ধি মেখে শেষমেশ
নতুন পথের ঠিকানা খুঁজতে হয়,,
নতুন গল্পটাও একইভাবে
অসম্পূর্ণ থেকে যায়
শেষ পৃষ্ঠায় কোনো চিহ্ন না রেখে...।।