চিন্তার অবকাশ ,
সময়ের বেহিসাব,,
জন্ম থেকে দুরত্ব বেড়েছে,
এগিয়ে চলেছি মৃত্যুর নিকটে।
আজ আমি নেই আর সেই আমি,,
যেভাবে পরিচয় হয়েছিল
কাছে আসা হয়েছিল
সেইভাবেই তৈরি হবে আলোকবর্ষ দুরত্ব।
একটা কল্পনার তারার মতো
দূর আকাশে ঠিকানা বদলাবে বারবার।
স্বপ্নের ফেরিওয়ালা
সীমানার আলোয় হারিয়ে যাবে,
গল্প লিখবে ছায়াপথে।
আগুনের শিখায় পুড়তে হবে,
উল্কাপিণ্ডের গতিপথে
দাঁড়াতে হবে একদিন।