এই সুবিশাল আকাশের নিচে
আমি তুই দুজনেই...
তবুও অচেনা ,,দূরত্ব অসীম ।

একই বায়ু প্রশ্বাস নিই
আমি তুই দুজনেই...
তবুও কোনো যোগাযোগ নেই।

একই পৃথিবীতে
আমি তুই দুজনেই...
তবুও দুজনে বেমানান।

একই সূর্যের আলোয় বাঁচি
আমি তুই দুজনেই...
তবুও বাঁচার মুহূর্ত আলাদা।

একই সকালের স্নিগ্ধতায়
আমি তুই দুজনেই...
তবুও চোখ খুলি ভিন্ন স্বপ্নে।

জীবনের একই গন্তব্যে
আমি তুই দুজনেই...
তবুও দুটি পথ আলাদা।