কোথাও একটা ঘর বানাবো
একলা মেঘের দেশে,
ভাসতে ভাসতে চলে যাবো
রক্তে ভিজে শেষে।


কোথাও একটা ঘর বানাবো
সবুজ ঘাসের দেশে,
হাঁটতে হাঁটতে চলে যাবো
রক্তে ভিজে শেষে।


কোথাও একটা ঘর বানাবো
মেঘলা পাহাড় দেশে,
সবকিছু ছেড়ে চলে যাবো
রক্তে ভিজে শেষে।


কোথাও একটা ঘর বানাবো
জল ফড়িংয়ের দেশে,
খেলতে খেলতে চলে যাবো
রক্তে ভিজে শেষে।


কোথাও একটা ঘর বানাবো
শূন্যে তারার  দেশে,
নিঃশব্দে চলে যাবো
রক্তে ভিজে শেষে।