রক্ত রক্ত শুধু রক্ত
জীবনের সাথে আজ দ্বন্দ্ব,
হেরে গেছি,আমি হেরে গেছি
তাই ঘরের তালাটা বন্ধ।


অবহেলা শুধু অবহেলা
চোখ ভিজে যায় জলে,
ঘর অন্ধকার নীরব মৃত্যু
কবিতারা কথা বলে।


ধূপের আলো নিভে যায়
দাবানল ব্যঙ্গ করে,
একটা আগুনবিন্দু
বানানো তাসের ঘরে।


লিখে যাই শুধু লিখে যাই
গল্পের সমাপ্তি হবে সময়ে,
বেমানান যেন দুটি প্রাণ
আমি আর তুমি অসময়ে ।


রাত গভীর রাত
আলিঙ্গন করে ছায়া,
হেঁটে চলেছি অজানা গন্তব্যে
নিজেই ভেঙেছি মায়া।


আজ অপেক্ষাহীন
ঠিকানা ভুলেছি অনেক আগে,
তবু অবশেষে একবার উত্তর মেলে যেন
জীবনের গুণ ভাগে।