চিতার আগুন গল্পঃ শেষ
ধোঁয়াটাও মিশে যায় শূন্যে,
তবুও তো এত অবহেলা
শবদেহ মিশে যায় পুণ্যে।
হৃদয়টা জ্বলে যায় নিথর দেহে
ভালোবাসা লেখা আছে আগুনে,
তবুও তো এত রাগ অভিমান
দাবানল লেগে যায় ফাগুনে।
যে চোখে দেখেছি তোমায়
পুড়ে যায় সেই চোখ শেষে,
তবুও তো দৃষ্টিতে এত ঘৃণা
লুকানো যায় না হেসে।
শুধু ছাই আর কালো ধোঁয়া
সবকিছু ধুয়ে যায় বৃষ্টিতে,
এটা অস্তিত্বহীন আগামীর যাত্রা,
একটা ধ্বংস আরেক নতুন সৃষ্টিতে।
যে ভাষায় বলেছি কথা
শব্দের অভিধান নেই কাছে,
অর্থহীন তাই আবেগের লেখা
শুধু শেষের আগুন আছে।