লাল গোলাপে রক্ত লাগলে
বোঝা যায়... ?
উপসংহারে
সত্যিই কাহিনীর শেষ হয় কি?
অনেক মুখ আছে......,
বিষন্নতা হাসির আড়ালে লুকিয়ে রাখে।
অনেক চোখ আছে......,
অশ্রুটাকে জমিয়ে দিতে পারে
বরফের মতো ।
একটা আদুরে চরিত্র
অনাদরে শুকনো পাতার মতো ঝরে যায়।
আমরা সাদা পাতায়
কতই আঁকিবুঁকি কাটি....
জীবনের উপন্যাস
সবাই কি লিখতে পারি?
জোর করে উপসংহার দিতে হয়
শেষ পৃষ্ঠায়.....।