দূরে যেতে বলেছিলে,
সরিয়ে নিলাম।
কতোটা দূরে যেতে পারি
তুমি চিন্তাই করতে পারবে না।
যেভাবে নক্ষত্রদের দূরত্ব
বুঝতে পারোনি এখনও,
যেভাবে মহাবিশ্বের সীমানা
বুঝতে পারোনি এখনও,
আমিও সেভাবেই আড়াল হবো।
দূরে যেতে বলেছিলে ,
তাই সরিয়ে নিলাম ।
শুধু নিজেকে আগলে রেখো
কাঁচের মতো টুকরো হয়ে যেও না।
নর্দমার স্রোতে যেন মিশে যেও না।
ভুল রাস্তায় ,
যেন নিজেকে হারিয়ে ফেলো না।
আগুনের শিখাতে
যেন তুমি পুড়ে যেও না।
শুধু নিজেকে বাঁচিয়ে রেখো।
দূরে সরে যেতে বলেছিলে ,
তাই সরিয়ে নিলাম।