তোর হাত ধরে আবারও হাঁটতে চাই।
তোর হাতে
আবারও চকলেটটা ভাগ করে খেতে চাই।
আবারও তোর নিঃশ্বাসে প্রশ্বাস হয়ে বাঁচতে চাই।
তোর হাতের স্পর্শ ,
নখের আলিঙ্গন,
চোখের ইশারা,
এক পলকে স্তব্দ অলিন্দ কেঁপে যেত।
তোর ছায়ায় কতো রোদ গেছে আটকে,
এখনও মনে আছে,আমার গরম করলে
কপালে ফু দিয়ে দিতিস,
আর চোখের পাতায় হালকা করে ওড়না নিয়ে বুলিয়ে দিয়ে বলতিস....
ঘুমিয়ে যেতে ,
খোলা চুল কপালে স্পর্শ করে বলতিস...
থেকে যাবো।
এখনও মনে আছে ,বিকেলের মাথা ব্যাথায়
আদর করে দিতিস,
আর জ্বর হলে সারা রাত জেগে
মাথায় হাত বুলিয়ে দিতিস।
এখনও মনে আছে, মুখে ফুচকার জল লাগলে
রুমাল দিয়ে মুখ মুছে দিতিস,
আর বৃষ্টিতে একই ছাতায়
হেঁটে যেতে চাইতিস।
এখনও মনে আছে ,সানগ্লাসে ধুলো জমলে
ওড়না দিয়ে পরিষ্কার করে দিতিস,
আর হাতে ভালোবাসার ছবি এঁকে দিতিস।
এখনও মনে আছে ,একদিন না দেখলে
কোলে মাথা রেখে কাঁদতিস।
আমি তো ভুলেই গেছি আজ আর তুই নেই,
তবে আমি কেন আছি?
তোর স্মৃতি গুলো বড্ড ভারী বুঝলি.....
আজ তোর কাছে যাবার পথ জেনে গেছি,
আবার একসাথে হাঁটবো তুই আর আমি।