একটা মেঘ থেকে নেমে আসুক
আবার সেই বজ্রপাত,
পৃথিবীটাকে আবার একবার
কাঁপিয়ে দিয়ে যাক।
তীব্র আগুনের উত্তাপে
জ্বলে পুড়ে ছারখার হোক চতুর্দিক।
মানুষের চেতনা হবে না কিছুতেই।
রক্ত নিয়ে চলুক না কালোবাজারি,
বিষ মেশানো হোক না অক্সিজেনে।
কি এসে যায় তাতে...
মরবে তো শুধু গরীবরাই।
বড়ো লোকেরা তো
রক্তকে জুস ভেবে পাণ করতে পারে,
আর অক্সিজেনকে ফিল্টার করে
বিষটাকে সযত্নে তুলে রাখতে পারে,
গরীবের ভিক্ষা হিসেবে।
মানুষের চেতনা হবে না কিছুতেই।
আরও বিষ মেশানো হোক না খাবারে,
মিথ্যে লাইসেন্সে ভরুক না কোষাগার।
কি এসে যায় তাতে....
মরবে তো শুধু গরীবরাই।
গোপনে সুরক্ষার সংজ্ঞাটা বদলে দেওয়া হবে।
তবুও চেতনা হবে না কিছুতেই।