হে পৃথিবী আমায় ছেড়ে দাও
মেঘলা রাতে চাঁদ খুঁজে বেড়াবো,
রক্ত নাড়ির স্পন্দন থামিয়ে দাও
এই নিশীথে নিজেকেই নিজে হারাবো।


একা একা কত কাল গেছে কেটে
নিঃশব্দে শব্দ চেনার টানে,
ঘন ধোঁয়াশার মাঝে এদিকে ওদিকে
আমি খুঁজে চলেছি এই জীবনের মানে।


এই রক্ত আমার বিবাদের জেরে
খণ্ড খণ্ড সুরে,
অচেনা পৃথিবীর গান লিখে চলে
নির্জনে ঘুরে ঘুরে।


কখনো হৃদয় কেঁদেছে আমার
স্বপ্নেরই ঝাউবনে,
কখনো চোখ চলতে চলতে চলে গেছে
কালক্ষ্মণ মহারণে।


স্বপ্ন শেষের বিকেল বেলায়
কাকেদের বেসুরো স্বরে,
নিজেকেই নিজে সামলাতে পারি না
নীল রক্ত আর করুন কণ্ঠস্বরে।