শহর জুড়ে ব্যস্ত রাস্তা
শুধু তোকেই আমি খুঁজি,
রক্ত মাখা বেতের চাবুক
সবাই সেটা বুঝি।


হয়ত তুই আসবি জানি
অনেক দিনের পরে,
তখন শহর হাঁপিয়ে উঠবে
অট্টালিকার ভরে।


কোথায় যেন হারিয়ে যাচ্ছে
প্রাণের ছোঁয়া গুলো,
শুষ্ক জীবন এই শহরে
কানের মধ্যে তুলো।


তুই এলে চোর পালাবে
ভিন্ন গ্রহের দেশে,
মদত দাতা গুটিয়ে যাবে
প্রান্তরেখার শেষে।


তুই এলে গরীব শিশু
পেট পুরে ভাত খাবে,
তোর চোখেতে স্বপ্ন নিয়ে
অনাহার ঘুচে যাবে।


আমরা সব অভাগারা
সব হারিয়েও হাসি,
তুই আগামী আসবি বলে
আবারও ফিরে আসি।