শুধু তুমি নেই বলে
রাস্তা হয়নি শেষ,
শুধু তুমি নেই বলেই
ঠিকানাহীন অবশেষ।


শুধু তুমি নেই বলে
আমি লোকালয় থেকে দুরে,
শুধু তুমি নেই বলেই
পাখিগুলো খাঁচার মধ্যেই উড়ে।


শুধু তুমি নেই বলে
আমি আজও নির্জনে ঘুরি
শুধু তুমি নেই বলেই
বৃষ্টিতে ভিজেছে ঘুড়ি।


শুধু তুমি নেই বলে
আর ভিতর থেকে কথা আসেনি,
শুধু তুমি নেই বলেই
বিকেলের পাখিটা নীড় ভালোবাসেনি।


শুধু তুমি নেই বলে
গাছের পাতায় কেউ ছবি আঁকেনি,
শুধু তুমি নেই বলেই
পথগুলো পথে বাঁকেনি।


শুধু তুমি নেই বলে
নদীঘাটে আর পা ভিজেনা জলে,
শুধু তুমি নেই বলেই
সময় শেষ মন চলে যেতে বলে।