আসলে কি চাই
সত্যিই কি সেটা জানি?
শেষ গন্তব্যের ঠিকানা
সংজ্ঞায়িত করাই যায় না।
আর প্রত্যেকটা মুহূর্তের
চাওয়া গুলোকে সংজ্ঞার রূপ দেওয়া
আমাদের দ্বারাই সম্ভব নয়।
আকাশ ভর্তি তারায়
তারার গণনা সম্ভব নয়,
এটা মেনে নেওয়াটাই
একটা কঠিন বাস্তব।
অস্থিরতা বেড়েছে বহুগুণ,
চঞ্চল মানসিকতার
একটা জ্বলন্ত উদাহরণ
প্রিয় মানব জাতি।
কখন কি চায়
নিজেই বুঝে উঠতে পারেনি এখনও,
বুঝবে সময় পেরিয়ে গেলে
এই অন্তহীন যাত্রার শেষ সময় কালে।