দুরে গেলেই গুরুত্ব বেড়ে যায়
বাড়ে ভালোবাসাও।
একসাথে রাস্তায় হাঁটতাম বন্ধুরা
স্যারের লেকচারের কপি করতাম
শংকর - দুলাল - নান্টুর আবেগের সাথে
সেলফি স্ট্রীক আর প্রিয়াংকার হাসি মেলাতাম
রূপকের প্রেরণাদানের ইতিবৃত্তের লাইনগুলো
গুরুত্বের সাথে-----
টিটনের দেওয়া ডাইরীতে লিখতাম।


আসলে এমন ছিলো সময়টা--
ফর্ম জমা - ক্লাস - সেমিনার
অবশেষে ফেয়ারওয়েল


সত্যি!  এমবিবি বিশ্ববিদ্যালয়
তুমি শুধু মানুষ তৈরীতে নয়
সময় দিয়ে স্মৃতি তৈরী করতেও সার্থক।
তুমি কিছু বন্ধু দিয়েছো জীবনে ----
যাদের অবদান শিরায় শিরায় বইছে।
এমবিবি বিশ্ববিদ্যালয় -
তোমায় পায়ে কুর্ণিশ জানাই


সত্যি বলতে --
সময়ের পালাবদল এমন অদ্ভুত জিনিস
যে ক্যাম্পাসে আসার কারণে
একদিন মন খারাপ ছিলো--
সে ক্যাম্পাস ছেড়ে আসার কারণে
আজ চোখের জল ।