আবহাওয়া যেমনটাই থাকুক
নিয়তির আদেশের পরিবর্তন হয় না।
অনিয়ন্ত্রিত শীত আর তাপ দুটোই আরামের পরিপন্থী
এই অনিয়ন্ত্রিত দুর্ভাগ্যের গন্ডিতেই আবদ্ধ অযুত নিযুত জীবন।


'ম্যানিফ্যাস্টো'র কথাগুলো আজও ভাবায়
কতটা বেদনার হয় কিছু জীবন
কতটা কষ্টের!
বাসি ভাত আর দুটো কাঁচা লংকা দিয়ে
গাছের ছায়ায় বসে ভাত খাওয়াটাই -
কারো কাছে সর্গ।
জুটেনা বলেই হয় তো!
হ্যাঁ!  জুটেনা বলেই ।


কাজ শেষে ক্লান্ত শরীরে-
অভাবের দড়ি টেনে টেনে ঘরে ফেরা
এটাই কারো জীবন - এটাই কারো ভাগ্য
এমনি করেই কারো জন্ম - শুধুমাত্র মৃত্যুর সাধনা করে।


জীবনটাই যখন বেঁচে থাকার শাস্তি।