তোর ডানে বামে নেই আমি
আগে পিছেও নেই
আশে পাশেও নেই আমি তোর
কাছে দুরেও নেই।
আমার ভালো মন্দে নেই তুই
স্বপ্নের মাঝেও নেই
আমার গদ্যে পদ্যে নেই তুই
দৈর্ঘ্য প্রস্থেও নেই।


আমার ধর্মে কর্মে নেই তুই
মতার্দশেও নেই
তোর পুরস্কারে নেই আমি
তিরস্কারেও নেই।


তবে--
আমার জীবনের লাইব্রেরীতে
তুই বির্তকিক বই
আমি যখন যেথায় যেমনে থাকি
তোর ভেতরেই রই।