যদি আমি হতাম এক ----
নাম না জানা পাখি!
মনের আনন্দে, স্বাধীন ডানা মেলে,
উড়ে বেড়াতাম নীল আকাশের বুকে।
ঘুড়ে বেড়াতাম সাদা মেঘের দেশে,
আপন মনের সুখে।।


যদি আমি হতাম এক ----
নাম না জানা রঙিন প্রজাপতি!
উড়ে বেড়াতাম ফুলের মধু খেয়ে।
আপন মনে খেলতাম আমি রঙিন ফুলের মাঝে,
সুখের গান গেয়ে।।


যদি আমি হতাম এক -----  
নানা রঙের কাগজে মোড়া ঘুড়ি!
কোনো এক বিকাল বেলায় তুমি,
উড়িয়ে দিতে ঐ নীল আকাশের মাঝে।
দেখতাম আমি আপন চোখে চেয়ে
এই সুন্দর জগৎটাকে।।