ভেঙে পড়া বিশ্বাসের টুকরোগুলো
জমিয়ে  কল্পরাজ্য গড়ে তুলি
ভুলের ঘরে অহর্নিশ বাঘবন্দী
খেলে সময় কাটে
মিথ্যার গৃহস্থালি সাজিয়ে
বাস করে উঁইপোকা


মৃত্যুরে আগলে রাখি
প্রতিদিন বেঁচে থাকি
নিয়তির কপালে
প্রগাড় চুম্বন এঁকে


ভেঙে পড়ে পাড়, ভুলের পাহাড়
ইশারায় ডাকে
এভাবেই বেঁচে থাকা ,
জীবনের খেরোখাতা
এভাবেই ভরে রাখে ।