যে পথ পুরনো
পুকুরের পাশ ঘেঁষে পড়েছিল সারারাত।
আমার মতো আয়নায় দেখে প্রতিচ্ছবি
আঁতকে উঠি বারাবার।
কিসের যেন কথাছিল পুনরুজ্জীবনের
বারবার ম্লান হয়ে যায়,
নিহারের নতুন কাটা পুকুরে আর জল ভরে না।
কত অনভিজ্ঞ লোকের হাতে তুলে দিই প্রাসাদ আমার,
ইচ্ছে মতো লুটে নেয়
লুটে নেয় যক্ষের ধন।তারপর -
ফিরে আসে আবার সে পথে।
তুমি ফিরো সেই প্রাকৃতিক নিয়ম মেনে
আমি ফিরে যাই কৃত্রিম জীবনে।
পথ কুড়ানিরা ছটফট করে প্রকৃতির ডাকে,
সেও পুরনো পথে প্রস্রাবরসে পূর্ণ করে
নিহারের নতুন কাটা পুকুর।