হারিয়ে গিয়েছে পুরাতন যতো দাবী
হারিয়ে গিয়েছে গোপন যতো কথা
হারিয়ে গিয়েছে লিকলিকে এক প্রেমিক
হারিয়ে গিয়েছে অধিকার আর চাবি।


যে পথে, শুরুটা বেশ ছিল
সে পথে আজ ভীষণ রকম খরা
বুড়ো শিশুটা প্রাণপণ ছুটে চলে
চোখে তাকিয়ে অবাক বিস্ময় ভরা।


কী যেন হারিয়েই খুঁজে শুধু
চোখে আছে দ্বিধা , বুকেও জমা ধূলো
এক আড়ালেই অবিশ্বাস আর ধোঁয়া
নদী ধূ্য়ে নিলো চোখের যতো আলো।


যে সময়টায় ছিলনা কোনো তাড়া
যে সময়টা দু'জন মিলেই ছিল
তাড়াহুড়া যতো ছিল কাছে আসার
এখন সবই অন্ধকারের তারা।


আমার এখন ভীষণ রকম ভয়
তীব্র এখন আগের চেয়েও ব্যথা
ব্যথার ভাড় বহন এখন খরায়
স্নান করি তাই চোখের জলের ধারায়।