তোমার আমার যতটুকু দাবী ছিল
কুড়িয়ে নিয়েছি ততটুকু বহু আগে
এখন যতোটা জমা আছে আলগোছে
ততটুকুই বিছিয়ে দিয়েছি ঘাসে।
ঘাসেরও তো ভালবাসা ছিল কেনা
তোমার কাছে লাল ফিতেটাও ছিল
আমার চোখে যতটুকু ভালবাসা
সবটুকুই তো মেলেছিল বুঝি ডানা।


এখন আবার এলোমেলো বৈশাখে
আগের মতো মেলায় মিলেনা বিষাদ
তোমারও বুঝি এলোচুলে বিনুনি
হাওয়া পেলে উড়ে চলে একঝাকে।
যদিও হাওয়ায় মেলেনা ভালবাসা
এক নিমিষেই তোমার চোখের তারায়
আমার আশারা দিক্বিদিক ছুটে চলে
ভালবাসা বুঝি সত্যি অমানিশা ।


তোমার মেঘেরা আকাশের কোণে কোণে
প্রশ্নগুলোর উত্তরও তোমার জানা
এখন শুধু হেমিলিয়নের বাঁশিওয়ালা
সুর তুলে যায় হিসেব গুনে গুনে।
যদিও এসব নিয়নের আলো জ্বেলে
তোমার চোখে নিরব কোনো ব্যথা
আমি দাঁড়িয়েছি কোনো এক খেয়াঘাটে
পাড়ি দিবো নদী তোমাকে আবার পেলে।