একবার চেয়ে দেখো তোমার আক্ষেপহীন সিদ্ধান্তের দিকে,
কষ্ট হয়না তোমার ?
একবারের জন্যও কেঁপে ওঠেনি বুকের ভেতর টা?
জানি, মিথ্যের মোড়ক হয়তো আমার শিরায় শিরায়
রোমকূপের রন্ধ্রে রন্ধ্রে গ্লানিময় বিষ l
তবুও চিরন্তন সূর্যের মতো সত্যি ছিল আমাদের ভালবাসা,
নিখাদ ভালবাসা আজও প্রতীক্ষায় l
অথচ নীরবে সরে যেতে চাওl
একবার তাকাও সেই পড়ন্ত বিকেলের দিকে,
তার কোথাও কি বিচ্ছুরিত হয়নি আমাদের চুম্বনের গন্ধ?
সকালের প্রথম আলোর মতো আমার হাত কি কোনদিনও মুছিয়ে দেয়নি তোমার চোখের বর্ষা ?
হয়তো তোমার কপালের দিকে তাকিয়ে আমারই দেখা হয়নি, অন্ধকার কতো বিভীষিকাময় l
ভয় পেয়েছি l
তবু ঝর্ণা হয়ে আছড়ে পড়েছি বহুবার তোমার বুকের ওপর l
কোমর জড়িয়ে ধরে সিংহের মতো কামড়ে ধরেছি তোমার নরম উপত্যকা l
ব্যাথা তো পাওনি কখনও,
নিমেষ শেষ না হতেই কোথায় পেলে এতো অভিমান ?
কোন সূত্রে সমাধান করলে এতো প্রেমের লেখনীর ?
ভালবাসা বাস্তবের থেকে অনেক বড় l
ভালবাসায় কিন্তু আমরা মনের চোখে দেখি l
তবে তুমি কোথায় পেলে পাথরের চোখ,
যার নিথর দৃষ্টিতে ভালবাসা কাঁদতে কাঁদতে হারিয়ে গেল কয়েকশো আলোকবর্ষ দূরে l