বুদ্ধিজীবী কাকে বলে তা’  বুঝি না মোরা ,
বেশিরভাগ দেখি এখন হর্স ট্রেডিংয়ের ঘোড়া ।
ওগো মোদের বুদ্ধিজীবি, বুদ্ধি মাথায় কি আছে ?
জীবনখানা চালাও  নাকি, বুদ্ধি টুকু বেঁচে।


ইতর যত প্রাণী আছে তোমার চেয়ে ভালো ,
তারাও বুঝে ভালো মন্দ কোনটা সাদা কালো ।
রঙিন চশমা চোখে দিয়ে কাটাও  সারা দিন
কমিশনটা  হাতে নিয়ে , রাতকে  করো দিন ।


দেশ-বিদেশের ডিগ্রিধারী,  ডিগ্রীর অন্ত নাই
কমিশন খাও নেতার থেকে চক্ষু লজ্জা  নাই ।
শিরদাঁড়া নেই তোমার কাছে বলবে  যা  নেতা
বেঁধে দেবে দুই হাত দিয়ে নেতার জুতার ফিতা ।


নেতার কথায় রাস্তায় নেমে  জ্বালাও মোমবাতি
দেশ চলে যাক রসাতলে তোমার নেই ক্ষতি ।
অসহায়ের সুখে-দুঃখে, কোন চিন্তা নাই
তুমিও আছো  তোষণ করতে, নেতা  যেটা চাই ।

ধূর্তমিতে সবার সেরা তুমি, ধরা একদিন পড়বে
নির্যাতিতের হাতে সেদিন চরম লাঞ্ছিত হবে ।
তোমার পাপের ফল তুমি কড়ায়-গণ্ডায় পাবে
তোমার  মুখে সেদিন সবাই থু থু ছিটাবে ।


ডিগ্রিধারী হলে কিন্তু মানুষ, স্বশিক্ষিত নয় ,
তোমার  অপকর্ম হেতু,  তারা লাঞ্ছিত হয় ।
বিবেকের তাড়নায় যারা কলম হাতে লয় ,
সত্য কথা বলতে সদা কভু  না পায় ভয় ।
কোন কালে, কারো  কাছে , বিক্রি নাহি হয়,
বুদ্ধিজীবি তাদের বলে, সমাজে পূজিত হয়।।