জানলা দিয়ে পথ দেখা যায়, দেখা যায় পথের মানুষ,
সকালবেলা সূর্য ওঠা,আর বিকেল বেলার দিন অবশেষ।
জানলা দিয়ে তাকিয়ে  দেখছি ইলশে গুড়ি বৃষ্টি পড়া
কী সুন্দর সাতরঙের চাক যেন রামধনু নয় রঙীন ফোয়ারা,
চার দেওয়ালের বন্দি জীবন তাই ভুলে গেছি রঙের আলো
আমি তো জানি একটাই রঙ কালো,এবং শুধুই কালো।
দূরে দেখি গাছের উপর কোটরেতে  একটা  পাখির বাসা,
কুঠরির ভিতর ছানা যেন বন্দি সেলে থাকা আমার মতো।


তোমার জানালায় দেখি আমি মিট মিট করে আলো জ্বলে,                                                               রাতে তারার মেলায়  গাছগুলোর সব মাথা হেলে গেছে,                                                             আরও দেখলাম ঝড়ো হাওয়ায় কপাটহীন এই জানালায়                                                          নতুন করে জগত চেনালো তোমার প্রেমের পরশ পাওয়ায়,                                              স্বপ্নের ঘোর কেটে গেলে আর দেখিনা কোন আলো                                                                              নির্জন সেলের বন্দি জীবনের চেয়ে স্বপ্নে ছিলাম অনেক ভাল।।