ঘুমন্ত তুই জেগে উঠ,দেখ্ ওই নিশি যাত্রী অভিমুখে
কেমন করে থাকছে তারা এই চরাচরের বুকে
অত্যাচারের সাথী হয়ে কাটাচ্ছে কত শত বেলা
কেউ দেখছে,কেউ না দেখে করছে কত হেলা।


ঘুমন্ত তুই জেগে উঠ,দেখ্ ওই আঁধার ঘেরা রাত্রি
কিসের আশায় চেয়ে আছে ওই পদদলিত যাত্রী।
মুখপানে দেখলে কেহ ফিরে চায় না আবার
অধোগতি ছায়াতলে অবকাশ নেই সুষ্ঠ ভাবার।


ঘুমন্ত তুই জেগে উঠ,দেখ্ এদের বিরহের গান
কিসের নেশায় কাঁদছে ওরা,বুঝলে কী অভিমান?
বদ্ধদ্বারে রুদ্ররোষে ঘুরছে ওরা ব্যাকুল বেশে
নিরাশ্রয় নিরাধার হয়ে ঘুরছে নারকী দেশে।


ঘুমন্ত তুই জেগে উঠ,দেখ্ ওই নিশি যাত্রীর ব্যথা
বদ্ধগৃহের আড়াল দেশে আছে কত অব্যক্ত কথা।
বক্ষজ্বলে দুঃখের বেশে, সহে কত যে অপবাদ
সবাইতো আজ বিলাসী,কে বুঝে এদের আর্তনাদ।