স্বপ্নের কামনা ঝরে পড়ে অকালে
ব্যথা শুধু মনের আড়ালে
মরীচিকার পিছনের এক কাণ্ডারী
কত অহর্নিশ আহাজারি।


বেদনা ভরা অনুভুতি,হতাশায় গ্রস্ত
প্রতিটি মুহুর্ত বুঝি ব্যস্ত
কাঙালের ভরসা নিরাশার বাসা
আর কত করব আশা।


আশার ছলনায় ডুবছে কত যাত্রী
আর নাই কোনো মৈত্রী
জীবনের মূল্য আজ ডুবন্তের পথে
তবুও নেই প্রভুর পথে ।


শাশ্বত সুন্দর প্রভুর অনিন্দ্য বিধান
কতশত অনাবিল দান
হিসেবের কাঠগড়ায় শূন্য দু-হাত
তারপরও কত অজুহাত।


ভিখারির বেশে সর্বস্বান্ত দু-হাতে
চাই প্রভু তঁব পথে।
ক্ষমা করো ক্ষমতাসীন হে প্রভু
হেয় করো না কভু ।
------------------------------
২৬/০৭/২১