মাঁ----
যেদিন বুঝে দেখেছি তুমার স্নেহমাখা মুখ
সেদিন'ই বুঝেছি তুঁমিই ভালোবাসা ও সুখ।
শত দুঃখ বেদনা সহেছ তুঁমি, তুঁমি জননী
তুঁমি স্নেহের আধার,মায়াবী বাঁধনের মণি।


মাঁ---
কত দুঃখের দুঃখিনি তুঁমি,ওঁগো জন্মদাত্রী
কত দুঃখ সহে যাপন করছে দিনরাত্রি।
বাসাবাঁধা দুঃখের কালো মেঘের বাদল
সবই উদ্বাসন করে মুছেছো অশ্রুজল।


মাঁ--
তোঁমারি হুংকারের ধ্বনি প্রীতিভরা খনি
তুঁমিই প্রতিদিনের প্রদীপ! স্নেহের মণি।
যাদুমাখা মুখে যখন ডাকো তুঁমি আদরে
প্রাণভরে আবেগিক হই স্নেহেরই চাদরে।


মাঁ--
তোঁমারি প্রীতিমাখা স্নেহের মধুর বাণী
যখন মনে ভাবি বুঝিই আমিই জ্ঞানী।
কত শত বেদনা ভরা মন পুষি তঁব মাঝে
মুহুর্তে ভেসে ওঠে প্রশান্তি ভরা সাজে।


মাঁ---
তোঁমারি পদাঙ্কে ভরা বেহেস্তের পুণ্যভুমি
নিখিল ভুবনের অপরূপ সুন্দরী তুঁমি।
প্রীতিভরা স্নেহপাত্র তোঁমারি অদ্বয়
দেখে যেন মনে হয়-এ ভুবন করেছি জয়।


@মামনুর_ফকির
২৬/১২/২০২০