এগারো মাসে ঘুরে এলো পবিত্র মাহে রমজান
রহমত-বরকতে পূর্ণ বান্দা করে পুণ্যের গান ৷
হিংসা বিদ্বেষ ভুলে লুটে পড়ি দরবারে প্রভুর
রমজানের পয়গামে সকল আঁধার যাক বহুদূর।


পুণ্য মহিনায় মুছে যাক যত গ্লানি আর অবসাদ
শান্তির নীড় আসুক,মুছে যাক মনের সকল বিষাদ।
রহমতের ধারায় শান্তির পয়গামে হোক বিশ্বময়
দিবস অনাহারে ইফতারে হোক জন-প্রান্তরময়৷


রহমত-বরকত-মাগফিরাতে এলো মাহে রমজান
ক্লান্তি-শ্রান্তি বিভেদ ভেঙে হোক মানবতার গান ।
দিবস-রজনী কেঁদে উঠুক ফিলিস্তিনের মুক্তির ডাক
অনাহারে কাটছে দিন স্তব্ধ হোক মৃত্যু মিছিলের হাঁক।


মাহে রমজানে একত্বের উপাস্য হোক দুয়ারে দুয়ারে
বিশ্বশান্তির পয়গাম ছড়িয়ে যাক খুশির জোয়ারে ।
আল্লাহর ইবাদতে কাটুক পবিত্র মাসের দিন-রজনী
বিশ্বের দেশে দেশে ছড়িয়ে যাক পবিত্র ঐশী বাণী ।