ক্ষয়িষ্ণু জীবনের ক্ষুদ্র সময়ের রঙিন বেলায়
রঙ-তামাশার মঞ্চে কত কিছু করেছি হেলায়।
নিঃশেষ এ জীবনের ক্ষুদ্র সীমার আঙিনায়
দেখতে দেখতে কত প্রাণ নিস্তব্ধ হয়ে চলে যায়।


পার্থিক পর্যেষণায় লোভে,ভ্রান্ত ভাবনার ক্ষোভে
আঁধারের অতল সাগরে এ জীবন..আছে ডুবে।
কালের কিছু ভ্রান্ত ঢেউয়ে ঝুঁকি দেই অন্ধপথে
ভেবেছি কী একবার আমার ভাবনার ব্রতে ?


সময়ের চলমানে জীবন আসবে শূন্যের মাঝে
জীবনের সন্ধিক্ষণ লেগেছে কী কোনো কাজে?
তার মাঝে কত শত শত অসারতা ও অভিমান
নিস্তব্ধ নিকড়িয়া হাতে রবে,যখন যাবে প্রাণ


প্রতিটি রঙিন বেলার সজ্জিত আশার আলো
আধুনিক প্রবহণের ঘোর আঁধারে হচ্ছে কালো।
এখনও হাতেগুণা সময়ের প্রাণবন্ত দিনগুলি
বিধির বিধিতে এ জীবন আঙিনা গড়ে তুলি।



@মামনুর_ফকির
০৯/০১/২০২০
শেরালীপুর,লালা,হাইলাকান্দি(আসাম-ভারত)