৩০ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ


আতঙ্ক জর্জরিতে আছি
বিছানায়, আনন্দের কলরবে
শীতের আনন্দ উপভোগ করতে নয়
শরীরটা ভাল নয় তাই ।


তারপর হঠাৎ দেখা দেয়
ক্ষুধার্ত এর জ্বালা
ইচ্ছে থাকলেও সাহস হয়নি
বিছানা থেকে নেমে যাওয়ার,
সম্মুখে প্রচণ্ড আতঙ্কের সমাহার
যেন আমাকে গিলে খাচ্ছে।


তারপর ক্ষুধার্তের সাথে আগমন
প্রচণ্ড প্রবল স্রোতে স্রোতধারা
ইচ্ছে থাকলেও নেমে যাওয়ার
শক্তিটুকু পাইনি ।


ইচ্ছে ছিল শয্যায় বসে ডিজিটাল
মাধ্যমে সবকিছু ছেড়ে নেওয়া...


                    ছাত্র, বাংলা বিভাগ
              আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর