১৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ,


এসেছে এসেছে আজ বসন্ত এসেছে
এসেছে বসন্তের ছোঁয়া,
সবাইকে করি আহ্বান।
আনন্দে উচ্ছ্বসিত সমস্ত হৃদয় ,
বসন্ত ষষ্ঠ ঋতুর মধ্যে অন্তিম ঋতু।
ফাল্গুন ও চৈত্রের সম্মিলিত ঋতু!
শীতের অন্তিমে বসন্তের আগমন;
প্রকৃতির নতুন শৃঙ্গার, গজায় নতুন পাতা;
খুশি হয় মন, আজ বসন্তের ছোঁয়ায়,


এসেছে এসেছে আজ বসন্ত এসেছে
এসেছে বসন্তের কলরব ।
কোকিলের গান যেন আজ সুমধুর,
সকলের মন যেন আজ মধুর !
একাধিক ঋতু আসে যায়,
থেকে যায় শুধু স্মৃতি!


                        ছাত্র, বাংলা বিভাগ
                  আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর ।