১৪২২ বঙ্গাব্দ।
                      
ভালোবাসার
আলোয় খানি তো সবচেয়ে বড়,
সব কিছুরই
ক্ষয় আছে কিন্তু ভালোবাসার নয় ।
ভালোবাসার
সুগন্ধে আলোয় টি থাকে সদা ভরপুর,
দেহ মনের
মিলন ঘটে বাজিয়ে প্রেমের সুর।
ভালোবাসার
বাতায়নে তোমারই মুখটি ভাসে,
তখন আমি
পাগল হই এক স্বপ্ন অবিলাষে।
ভালোবাসার
রঙিন চাদর জড়িয়ে সারা গায়,
এই মনটি
হয় উতাল তোমার অপেক্ষায়।
ভালোবাসার
দরজা খুলে তুমি আসলে ঘরে
তোমার স্পর্শ;
পেলে দেহ-মন উঠে ভরে।
ভালোবাসার
যত জোর তত শক্ত হয় ঘর;
ভালোবাসার
আলোয় বানিয়েছি এই বুকের ভিতর,
তোমায় নিয়ে
সেথায় স্বপ্ন রচি সারা জীবন ভর।


                   ছাত্র, বাংলা বিভাগ
            আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর