২৪ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।


আজকাল বন্ধুত্বের ফারাক অনেকটাই
যার মূল্যায়ন অতি সহজ
যাকে ভাবছো বন্ধু সেই পর মুহূর্তে বিপক্ষ টান দেয়
কখনো ভাবি নি সে ওই রকম
কিন্তু ভাবতে বাধ্য করেছে ।


অজানা শব্দের সৃষ্টিতে বন্ধুত্বের পরিচয়
যার আবাসটুকু বুঝা হয়ে ওঠেনি ।


যার সর্বক্ষেত্রে ছিলাম আজ সর্বহারা
হয়তো কিছুটা আবাস পেয়েছে।


বন্ধুত্ব নিয়ে অনেক প্রশ্ন আমার কাছে
যার উত্তর হয়তো বিনির্মাণে।


যাকে নিয়ে করলাম খেলা
তাকে ছেড়ে যেতে ইচ্ছে করে
তারপরেও বন্ধুর খুশিকে বজায় রেখে
চলে যেতে হয় নীল আকাশের তারায়।


আজ মিশুময় মাটির সমমান
চতুর্দিক নিরাকার
রয়েছো শুধু তুমি।


জীবনের প্রতিটি অঙ্গ ছিলে তুমি
বন্ধু সেদিনের কথা আজও মনে পড়ে
সেদিন জড়িয়ে ধরেছিলে, আজ ধরবে না
স্মৃতি রয়েছে, থাকবে তুমি নেই ।


যাকে নিয়ে ভাবতাম প্রতিটি মুহূর্ত
সে আজ আর নেই।


বন্ধুর সাথে কিছু কথা আজ আর নেই
বন্ধুর সাথে আর কথা হয় না ...


                     ছাত্র, বাংলা বিভাগ
                আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর