২৯ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।


বন্ধুত্ব হতে পারে অনায়াসে
প্রকৃত গুনে।
বন্ধুত্বের মূলে শিক্ষা জগৎ
যার দ্বারা পরিচয় বন্ধুত্বের ।
জানি, বন্ধুত্বের বিশ্লেষণ অসম্ভব
তৎপর বলছি ,বাস্তবের উপর নির্ভর করে।


কাপড় যখন অবহেলার পাত্র সময় বিশেষে
তদ্রূপ বন্ধুত্বের সম্পর্কটাই।
প্রয়োজন শেষে পাবে না আর ।
বন্ধুত্ব গড়তে হয় বন্ধুত্বের হাত বাড়িয়ে
যার মধ্যে থাকবে না অহংকার !
যার প্রতিটি মুহূর্ত উঠে আসবে ইতিহাসের পাতায়।


আজ বন্ধুকে দেওয়া কথা রাখতে যদি না পারি
তাহলে বন্ধুত্ব কিসের , কিসের এত অহংকার, কাকে বন্ধু ভাবছো!
বন্ধুকে যদি সম্মানটুকু দিতে না পারলে
তার মধ্যে কি বন্ধুত্বের পরিচয়টা থাকে ?


বন্ধুত্ব শুধু  এক সারসের মতো
যার প্রতিটি মুহুর্ত আসা-যাওয়া।


উড়িতেছে নীল আকাশে ডানা মেলে
বন্ধুত্ব টাই তেমন।


                        
                       ছাত্র, বাংলা বিভাগ
                আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর