২২ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।


বসে আছি আকাশ তলায়
মগ্নতায় টান দিচ্ছি সিগারেট
তা যেন অফুরন্ত ভালোবাসার আবেগ
তার ধোঁয়া যেন ডাক টিকিটের মত
বলছি ওরে আমার ভালবাসাটাকে সাড়া দিয়ে আয়
আমি যেন তার অপেক্ষায় ।


প্রতিটি মুহূর্তে প্রাণটা যেন প্রখর হয়ে ওঠে
সেই শেষ বেলাতে সিগারেট যেন একাকীত্বের প্রতীক।


তাকে নিয়েই সময় কাটাচ্ছি
আনন্দ উপভোগ করছি
সেই সিগারেটের ধোঁয়ার মধ্যে ওর চেহারাটা যেন ভেসে ওঠে  বারংবার।


                       ছাত্র, বাংলা বিভাগ
                আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর