৭ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ ।


দিন শেষে ভারি ক্লান্ত মন
উৎসাহিত করে সাহিত্য দ্বারা
সাহিত্যের মধ্যে নিজেকে
যেন লুকিয়ে রেখেছে কোথাও?


বই পড়ে সময়কে অতিক্রম করে
আবার, লিখার চেষ্টাও করে ।


ক্লান্ত মনে আবার ও আড্ডা
বন্ধুদের সাথে সাহিত্য নিয়ে
উৎসাহিত করে মন সেই আড্ডাটা
আজ আর নেই।


বন্ধুদের সাথে কাটানো সেই মুহূর্তটাও
আজ লুপ্ত
হয়তো আদি ও মধ্যের মধ্যবর্তী স্থানে ।


সেই স্নাতকোত্তরের দিনগুলো
আজ আর নেই
পিছুটান দিয়েও সম্ভব নয় দিনগুলোকে ফিরে পাওয়ার।


দিনশেষে ছুটে যেতে ইচ্ছে করে
তোমার ছত্রছায়ায়,তুমি কি দেবে আশ্রয়
জানিনা কেন শুধু তোমায় দেখতে ইচ্ছে করে।


চেয়েছিলাম তোমায় সাহিত্যের পাতায়
তাতেও তুমি অগ্রাহ্য করে দিতে চাইছো
ভাবিনি কখনো যে তোমার প্রতি আকৃষ্ট হব ।


                      ছাত্র, বাংলা বিভাগ
                আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর