১৭ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।


জীবনকে দেখেছি অনেক কাছে করে
জীবন যেন এক দোলাচলতার শিকার
যার প্রতিরূপে আছে জীবন সংগ্রাম ।


জীবন সংগ্রামই জীবনের ধারা
যার প্রতিপালনে জীবন পরিবর্তিত হতে দেখা যায় সচরাচর।


পৃথিবী যেন ঘুরছে এক ঘূর্ণিপাকে
যার সঞ্চার ত্রিভুবনের ত্রিলোক দ্বারা
যার প্রতিতাপে রয়েছে সমাজ।


সমাজের সমস্ত ধারাই ত্রিলোক দ্বারা রচিত
যারা আঙ্গিনায় রয়েছে স্ত্রীরূপ।


জীবন এক মায়ার সংসার
আমরা কেউ জীবনকে রেখে যেতে ইচ্ছুক নই
তারপরেও যেতে হয় মায়ার সংসার ছেড়ে
যেতে তো হবেই জীবন ধরে চলছে তা এক ঘূর্ণিপাক।


আমাদের সবার ইচ্ছে থাকতে চাই পৃথিবী জুড়ে , কিন্তু তা হয়ে ওঠে না
সেটা নিয়ে হাজার প্রশ্ন উঠেছে এবং উঠবেই তার কোন সমাধান নেই।


এসেছি এ পৃথিবীতে চলেও যাব এ পৃথিবী ছেড়ে কিন্তু থেকে যাবে জীবনের কাটানো দিনগুলি স্মৃতি হয়ে ইতিহাসের পাতায়।


                      ছাত্র, বাংলা বিভাগ
                আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর