২২ শে শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ।


হে কবি দেখেছি তোমায়
সাহিত্যের পাতায়
কখনো দেখিনি সরাসরি
তোমাকে জেনেছি চিনেছি
সাহিত্য পড়ে।


আজ এই দিন সমগ্র ভারতবর্ষে
পালিত হচ্ছে বাইশে শ্রাবণ
বাঙালিদের গর্ব রবীন্দ্রনাথ
আজ এই দিন আমাদের কাছে স্মরণীয়।


যদি থাকতেন বেঁচে
তাহলে অনেক কিছুই পেতাম
যা এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরে
নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ
আজ মাটির সাথে বিলীন হয়েও
আমাদের কাছে চিরস্মরণীয় ।


আজ এই সাহিত্য ধারায়
রবীন্দ্রনাথকে পেয়েছি অগ্রণী বাঙালি কবি
প্রাবন্ধিক,অভিনেতা, সংগীতস্রষ্টা ,এমন কিছু নেই যে
রবীন্দ্রনাথের ছোঁয়া পড়েনি।


                        
                       ছাত্র, বাংলা বিভাগ
                আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর