১২ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।


লিখতে লিখতে লেখক কয়
সেটা কি লিখা ?
অন্য জন কয়, সেটা তো উত্তম লিখা !
তারমধ্যে সমস্ত ত্রিভুবনের সঞ্চার রেখা;
তাইতো বলি, লিখাই সাহিত্যের অন্যতম অঙ্গ।
লিখতে হলে থাকতে হয়, সমস্ত সঞ্চারের অভিজ্ঞতা ।
শুধু লিখলে হয় না, লিখতে হয় লিখার মতো করে!
তাইতো বলি, সাহিত্য সমাজের দর্পণ ।
তাঁর মধ্যে নিজস্বের আত্মপ্রকাশ।
সেটাই সাহিত্যের প্রকাশ!
সেটাই সমাজের বাস্তব ‌।
সাহিত্য নিজেকে আত্মপ্রকাশ করবেই।
সেটা নিজের দ্বারা হোক অথবা সাহিত্যের দ্বারা প্রকাশ তো  হবেই !


                    
                    ছাত্র, বাংলা বিভাগ
               আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর