০১ কার্তিক ১৪২৯


নীরবতা আমাকে মর্মাহত শেখায়,
যা স্পষ্ট হয়ে অস্পষ্ট ছবি আঁকে,
মনের অন্তঃস্হলে !
নীরবতা অন্ধকারে হাঁটতে শেখায় ।
শেখায় অনেক কিছু ?
নীরবতা মানব সত্তার দিক
যা স্হির হয়ে আছে
মানব দেহে ।
নীরবতা দেখা দেয়
নীরবতার সম্মুখীন এ
যা পরিস্ফুটিত অসম্ভব ।
নীরবতা আনন্দের
বিপরীতমুখী;


(বাংলা সাম্মানিক বিভাগ
আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর)