ঘুম নেই আমার
জেগে আছি রাত
পাহারা যেন দেই দিন-রাত
গ্রাম সেবক বলে কথা ।


পরপর গ্রাম যেন আজ নিস্তব্ধ
রয়েছি শুধু আমি
পাহাড়েতে আগমন জীবনের ধারা
তাইতো বসে আছি তোমার দ্বারা ।


তবু যেন মনে হয় আছি এ কেলা
গ্রাম যেন নিরাকার রূপ এ বেলা।


চারিদিক শুধু নিশাচর প্রাণীর চিৎকার
ডাকছে শুধু আমায় এসো এসো বলে
আমি যেন অবরুদ্ধ হয়ে দাঁড়িয়েছি।


                      ছাত্র, বাংলা বিভাগ
                আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর