২৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।


যাত্রী হিসেবে ছিলাম
পার্শ্ববর্তী যাত্রী অপরিচিত।
যাত্রী আবার ভার্সিটিতে পড়ে
বিভাগ অজানা।


পরিচিতি হয়েও হইল না
পরিসরের অভাব।।
নিত্য দিনের মধ্যে প্রায়ই সমমান
নিত্য দিন যাতায়াত বটে।
কিন্তু কথোপকথন হত না
সকলই ব্যস্ত মোবাইল ফোনে
সময়টা ছিল অতি ক্ষীণ।।


সময়টা কুড়িয়ে নিতে হয়
সেটা আমাদের সকলের জানা
তৎপরই  আমাদের সময় নেই ।


                        
                      ছাত্র, বাংলা বিভাগ
                আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর