৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ।


বসন্তের কলরবে মেটে ওঠে মন
বসন্তের ছোঁয়ায় তরুর নতুন ধরণ
দেখেছি, প্রকৃতির নিত্য নতুন খেলা
ধরেছে রূপ সে বেলা ।


শীত শেষে আগমন বসন্তের
দেখেছি ফাল্গুন ও চৈত্রের সংযোজন
ত্রয়োদশের ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিন
পরদিন, চতুর্দশে বিশ্ব ভালোবাসা দিবস
রঙিন হয়ে ওঠে মন , সেজে উঠে প্রকৃতি ও মানুষ ।
শুধু প্রেমিকা নয় , মা- বাবা, আত্মীয়-স্বজন সবই ভালোবাসার অংশ ।


ফাল্গুনের অনল তোমার হৃদয়ে
বলি হে প্রিয় সেজেছো কেমন নতুন করে
ঋতুরাজ বসন্তের প্রকৃতি কন্যার রূপে
যেমন করে, গাছে নতুন পাতা গজায়
তেমন করে, নারী নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলে বসন্তের আগমনে ।


তাইতো বলি, ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত ।


            প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগ
           আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর