২৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ।


সিমার  মধ্যে এক সীমান্তের প্রতিঘাত ,
যার দ্বারা সমস্ত ত্রিভুবনের সঞ্চার ।
সিমা যেন অসীমের  প্রলয়নকারী!
সিমার  আন্তরিকতা;
যার মধ্যে ত্রিলোকের আসা-যাওয়া ।
সিমার মধ্যে সিমার ইচ্ছাকৃত প্রকাশ !
যার আবাস কিছুটা আমি পেয়েছি,
যা  এক অফুরন্ত ভালবাসা।
তাঁর পরিসর আলোয় আলোকিত ।
তাইতো বলি, সিমা এক জীবন্ত রূপ...


                      
                      ছাত্র, বাংলা বিভাগ
                আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর