১৮ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ।


টিনা যেন এক যোগমায়ার প্রতীক;
যার মধ্যে সমস্ত ত্রিভুবনের সঞ্চার!
যা রূপের অপরূপ সৌন্দর্য!
যার ধারা প্রতিপলিত হে মোহমায়া ,
তাইতো বলি টিনাই সর্বোচ্চ স্বাধীন ।
গঙ্গার মত কলরব, চলছে জীবন ধারা;
টিনার প্রতিচ্ছবি যেন  ওই নীলাবর্ণে;
আসবে কি না  তা অজানা?
তার মধ্যে রয়েছে অনন্তের  ভালোবাসা,
সারসের মত আসা-যাওয়া তার !
তবুও দেয়নি ধরা পিঞ্জিরায়;
আজও পিঞ্জিরা  শূন্যতায়।
তবু কেন তুমি নিঃসঙ্গতায় ?
টিনার মধ্যে যেন জীবনাদর্শের প্রভাব
আজও দেখতে পাই...


                      -মুন্না নাথ
               ছাত্র, বাংলা বিভাগ
         আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর