কৃষকের মাঠে বেজে উঠেছে ভারতের জয়ধ্বনি,
রাষ্ট্রের মূল ভিত কৃষি ,ওরাই দেশের নয়নমণি।
কারখানায় মধ‍্যরাতে শুরু শ্রমিকের কুচকাওয়াজ,
ওদের পরিশ্রমে ভিত্তি করেই,সচল ভারতের কাজ।
সীমান্তে সেনারা তেরঙার প্রতিজ্ঞাবদ্ধ সুরে আজ,
পাপীষ্ঠ শত্রুদের বিনাশে রোজ সাজবে রণসাজ।
মহামারীতে সাদা পোষাকে যাদের লড়াই রোজ,
তেরঙা রঙে আজ তাদের ভগবানের সাজগোজ।
প্রতিমুহূর্তে দেশকে রোজ গতি দিচ্ছে ইঞ্জিনিয়ার,
ওদের কাঁধে সব আধুনিকতা, টেকনোলজির ভার।
ভারতমাতার সন্তানদের শিক্ষকরাই তো মানুষ করে,
বিজ্ঞান,শিল্প,সংস্কৃতি সমৃদ্ধ হোক তাদের হাত ধরে।
একদিন আমাদের দেশ "সকল দেশের সেরা হবে",
হ্যাঁ,"ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে"।