শ্রাবণ যখন শেষের পথে,
আকাশে বৃষ্টি ঝরায় নয়ন।
মৃত্যুঞ্জয় সাহিত্যের কিনারায় ,
ভালোবাসার কবিতা চয়ন।
হে ভগবান তোমায় ভেবে,
হ্যাঁ,আজও কবিতা লিখি।
সঞ্চয়িতার প্রতি পাতায়,
কলমে কালি দিতে শিখি।
এ শ্রাবণে ঝরুক পাতা,
নেই শুষ্ক শীতের খোঁজ।
কবিতায় শীতলতার পরশে,
কলমে বসন্ত আসে রোজ।
বাইশে শ্রাবণ শুধু রেখে যাওয়া নয়,
নয়তো বিদায়ের অশ্রু বৃষ্টি!
এই বাইশে শ্রাবণ ভাবায় ভীষণ ,
ফেলে আসা অমর কাব্যসৃষ্টি।
#বাইশে_শ্রাবণ #রবীন্দ্রনাথ ❤🌸🌼
#রবীন্দ্রপ্রেমিক #অর্ঘ্যদীপ  #ArghyadipMandal